Dhaka ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাজুয়েলস বন্ধ, প্যাসিফিকে শ্রমিক বিক্ষোভ

তিনদিন পর খুলছে প্যাসিফিক ক্যাজুয়ালস

চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সিইপিজেডে কারখানাটির ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ ঘোষণা করা হয়।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে প্যাসিফিক জিন্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সবগুলো কারখানায় মাসখানেক আগে একবার আন্দোলন হয়েছিলো। মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে। কিন্তু প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা আজকে (রবিবার) সকালে নাস্তাসহ আরও কিছু বাড়তি সুবিধা চেয়ে আন্দোলন করে। বেতন-ভাতা নিয়ে নয়, বাড়তি সুবিধার জন্য তারা বিশৃঙ্খলা করলে দুপুর দুটার দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়।’

এ প্রসঙ্গে জানতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

ক্যাজুয়েলস বন্ধ, প্যাসিফিকে শ্রমিক বিক্ষোভ

আপডেটের সময় : ০৮:২৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

চট্টগ্রামের প্যাসিফিক জিনস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়েলস লিমিটেডের দুটি ইউনিট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (৯ ফেব্রুয়ারি) সিইপিজেডে কারখানাটির ইউনিট-১ ও ইউনিট-২ বন্ধ ঘোষণা করা হয়।

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ব্যবস্থাপক স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, শ্রমিক কর্তৃক কারখানায় অবৈধভাবে কাজ বন্ধ রাখা এবং অন্যায় দাবি-দাওয়া উত্থাপন করার কারণে ইপিজেড শ্রম আইন ২০১৯ ধারা ১২(১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ১০ ফেব্রুয়ারি (সোমবার) হতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে প্যাসিফিক জিন্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের সবগুলো কারখানায় মাসখানেক আগে একবার আন্দোলন হয়েছিলো। মালিকপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে। কিন্তু প্যাসিফিক ক্যাজুয়েলসের শ্রমিকরা আজকে (রবিবার) সকালে নাস্তাসহ আরও কিছু বাড়তি সুবিধা চেয়ে আন্দোলন করে। বেতন-ভাতা নিয়ে নয়, বাড়তি সুবিধার জন্য তারা বিশৃঙ্খলা করলে দুপুর দুটার দিকে কারখানা বন্ধ করে দেওয়া হয়।’

এ প্রসঙ্গে জানতে প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন