সন্দ্বীপের নৌ যোগাযোগ আরও উন্নত ও সুষ্ঠু করতে কুমিরা ও গুপ্তছড়া ঘাটের শুল্কায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা সরাসরি বিআইডব্লিউটিএর অধীনে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গুপ্তছড়া বিআইডব্লিউটিএ জেটিতে এ লক্ষ্যে সার্বিক কার্যক্রম শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি থাকবেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম।
সভাপতিত্ব করবেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) এ.কে.এম. আরিফ উদ্দিন।
এই উদ্যোগের মাধ্যমে সন্দ্বীপের যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে।
খালেদ /পোস্টকার্ড ;