সীতাকুণ্ড পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গুলিয়াখালী সমুদ্র সৈকতে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ৪নং মুরাদপুর ইউনিয়নস্থ গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমীর হাফেজ মোঃ আলী আকবরের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুর রহমান জুয়েলের সঞ্চালনায় কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল জব্বার। সম্মেলনের প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী সাবেক কমিশনার মোঃ তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী মোঃ জসিম উদ্দিন আজাদ, উপজেলা মিডিয়া বিষয়ক সেক্রেটারী মোঃ আবুল হোসেন, সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সেক্রেটারী মোঃ সামশুল হুদা, সাবেক কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিন রেহান ও মোঃ রফিকুল আলম, ডা. মোঃ কামাল উদ্দিন ও ১নং সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;