সীতাকুণ্ড সলিমপুর ফৌজদারহাট ঝুনা মার্কেট কর্তৃক ও টুইন কর্পোরেশন’র সহযোগিতায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ ফাইন্যালে সাইকুলন ওয়ারিয়র্স টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দ্যা নেইম অব টেরর নাজিম উদ্দিন” টিম । এই টূর্নামেন্টে ১৬টি দল নিয়ে গত ১৩ ডিসেম্বর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ” দ্যা নেইম অব টেরর নাজিম উদ্দিন” টিমকে ট্রফি এবং প্রাইজমানি হিসেবে ১০০০০ টাকা এবং রানার্সআপ ” সাইকুলন ওয়ারিয়র্স ” টিম্কে ট্রফি এবং প্রাইজমানি হিসেবে ৫০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মুহাম্মদ রাহাত, সেরা খেলোয়াড় হিসেবে মুহাম্মদ হৃদয়, সেরা গোলদাতা হিসেবে মুহাম্মদ আরিফ পুরস্কার পেয়েছেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মুহাম্মদ আমজাদ হোসেন, সংগঠক খালেকুজ্জামান রাশেদ, শাহেদ করিম পাভেল, ইকবাল হাসান, নাহিদ হাসান, ব্যাংকার মিনহাজ করিম রুমেল, টুইন কর্পোরেশন’র প্রোপ্রাইটর আরফান সাঈদ রায়হান, মুহাম্মদ কামরুল উদ্দিন, নাজিম উদ্দিন, আহমেদ সুমন, আয়োজক রাফি, সাজিদ প্রমুখ৷ ।
শাহাবুদ্দিন সাইফুল ও মুহাম্মদ তারেক এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান মুহাম্মদ সাজ্জাদ হোসেন। দক্ষতার সহিত রেফারীর দায়িত্ব পালন করেছেন সাব্বির হোসেন দিপু, রায়হান।
বক্তারা বলেন, ফুটবল একমাত্র খেলা যেখানে একজন মানুষের প্রতিভা, আত্মত্যাগ এবং দলগত চেতনা মিলে সাফল্য আনে। এই এলাকায় ছেলেদের মনোবল বাড়াতে এবং মাদকমুক্ত গড়তে প্রতিবছর টুর্নামেন্ট চালু রাখার আহবান জানান।
খালেদ / পোস্টকার্ড ;