সীতাকুণ্ডে একটি কমিউনিটি সেন্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । তাছাড়া মালিকের দাবী নাশকতা চালানো হয়েছে। এই কমিউনিটি সেন্টারটির মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট দারোগাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , রাত দুইটার দিকে কুটুমবাড়ি কনভেনশন সেন্টার নামের ওই প্রতিষ্ঠানে আগুন লাগার খবর পেয়ে তারা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে আগুনে কমিউনিটি সেন্টারটির ভেতরে থাকা বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, কমিউনিটি সেন্টারটির মালিক রেহান উদ্দিন গত ৫ আগস্টের পর থেকে এলাকায় থাকেন না।
কথা হয় রেহান উদ্দিনের সাথে। তিনি বলেন, গত ৫ আগস্টের পর স্থানীয় কিছু দুষ্কৃতকারী তাঁর কমিউনিটি সেন্টারটি দখলের চেষ্টা করেন। এ কারণে বেশ কিছুদিন কমিউনিটি সেন্টারটি বন্ধ রাখা হয়। গত জানুয়ারীর মাঝামাঝি সময়ে সেটি খুলে দেওয়ার পর বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে তাঁর কমিউনিটি সেন্টারে নাশকতা চালানো হয়েছে। তিনি জেনেছেন, রাতে দেয়াল টপকে বেশ কিছু লোক ভেতরে ঢুকে কমিউনিটি সেন্টারটিতে আগুন লাগিয়েছেন। বাজারের নৈশপ্রহরী আগুন দেখে ব্যবস্থাপককে ফোনে জানান। এরপর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বেশ কিছু চেয়ার-টেবিল এবং ভবনের সিলিং পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কথা হয় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরার সাথে। তিনি বলেন, আগুন কীভাবে লেগেছে, সে বিষয়ে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। এটি তদন্তের পর বলা যাবে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , খবর পেয়ে পুলিশের পক্ষ থেকেই ফায়ার সার্ভিসকে জানানো হয়। ঘটনাস্থলে আমরা যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সাত থেকে আটটা চেয়ার পুড়েছে বলে জানান তিনি।
খালেদ/ পোস্টকার্ড ;