Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ড ডিসি পার্কে দুস্কৃতকারীদের হামলা, ব্যাপক ভাঙচুর

সীতাকুণ্ড ডিসি পার্কে ব্যাপক তাণ্ডব!

ডিসি পার্কের ফুল উৎসবের পাশে পার্কিং নিয়ে কথা কাটাকাটির ঘটনায় বন্দর লরিচালক, স্থানীয় ও আনসারদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পার্কে ব্যাপক ভাঙচুর করে তারা। এ সময় দশনার্থীসহ শতাধিক লোক আহত হয়েছেন। প্রায় আধ ঘণ্টা পর এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ডিসি পার্কের ঘটনায় গতকাল রাত ১০টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকায় সড়ক অবরোধ করেন প্রাইম মুভার শ্রমিকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে ডিসি পার্কে নিয়োজিত পার্কিং কর্মচারীরা পার্ক থেকে বের হওয়া গাড়ি নিরাপদে মেইন সড়কে তুলতে একটি লরিকে সিগন্যাল দেন। লরির ড্রাইভার সিগন্যাল অমান্য করে ডিসি পার্ক কর্মচারীর গায়ে চাপ দেন। এতে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে লরির ড্রাইভার সড়কে লরি দিয়ে যান চলাচল ব্লক করে সরে যান। আধা ঘণ্টা পর তারা সশস্ত্র অবস্থা জড়ো হয়ে অতর্কিততে পার্কের গেট ও দেয়াল ভাঙচুর করে। ডিসি পার্ক কর্তৃপক্ষ বাধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করে।

হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক ভেঙে প্রবেশ করে। তারা প্রধান ফটক থেকে ভাঙচুর শুরু করে। প্রথমে প্রধান গেটে টিকেট কাউন্টারে প্রবেশ করে ভাঙচুর চালায়। হামলা চালিয়ে সেখানকার ডেস্ক, কম্পিউটারসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে।

ওই সময় কাউন্টারে কর্মরতদের ধাওয়া করে। কয়েকজনকে মারধরও করা হয়। স্বাভাবিক পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়। দুষ্কৃতকারীদের হামলা থেকে প্রাণে বাঁচতে অনেকে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পার্কে তাণ্ডব চালানোর পাশাপাশি বাইরে এসে দুষ্কৃতকারীরা প্রধান ফটকের বাইরে রাখা অন্তত ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুর করে। পার্কের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় দুষ্কৃতকারীরা। সন্ত্রাসী হামলায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছোটাছুটি করতে গিয়ে অনেকে আহত হন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, এ ঘটনায় ৬০-৭০ জন লরিচালক ও সহকারী আহত হয়েছে। বর্তমানে সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি বলেন, রাস্তায় গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে পার্কে থাকা লোকেরা চালকদের ওপর হামলা চালায়। এতে ৬০ থেকে ৭০ জনের বেশি চালক আহত হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বন্দর হাসপাতাল ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডিসি পার্কের সামনে পার্কিংয়ে থাকা দায়িত্বরত লোকেরা এই হামলা চালিয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম দাবি করেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক-লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রূপ নেয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সোহেল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ তথ্য সংগ্রহে কাজ করছে।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক-লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, গাড়ি চালক ও তাদের লোকজন ডিসি পার্কে হামলা চালিয়ে প্রচুর ক্ষতি করেছে। এখন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, সীতাকুণ্ড ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিসি পার্কের নিরাপত্তা প্রহরী ও আনসারদের সঙ্গে বিএম কন্টেনার ডিপোর চালকদের মারামারির সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাই করে বিস্তারিত জানা যাবে।

এদিকে ডিসি পার্কে ভাঙচুর ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

সীতাকুণ্ড ডিসি পার্কে দুস্কৃতকারীদের হামলা, ব্যাপক ভাঙচুর

আপডেটের সময় : ০৪:১৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

ডিসি পার্কের ফুল উৎসবের পাশে পার্কিং নিয়ে কথা কাটাকাটির ঘটনায় বন্দর লরিচালক, স্থানীয় ও আনসারদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পার্কে ব্যাপক ভাঙচুর করে তারা। এ সময় দশনার্থীসহ শতাধিক লোক আহত হয়েছেন। প্রায় আধ ঘণ্টা পর এলাকাবাসী, পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ডিসি পার্কের ঘটনায় গতকাল রাত ১০টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকায় সড়ক অবরোধ করেন প্রাইম মুভার শ্রমিকরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে ডিসি পার্কে নিয়োজিত পার্কিং কর্মচারীরা পার্ক থেকে বের হওয়া গাড়ি নিরাপদে মেইন সড়কে তুলতে একটি লরিকে সিগন্যাল দেন। লরির ড্রাইভার সিগন্যাল অমান্য করে ডিসি পার্ক কর্মচারীর গায়ে চাপ দেন। এতে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে লরির ড্রাইভার সড়কে লরি দিয়ে যান চলাচল ব্লক করে সরে যান। আধা ঘণ্টা পর তারা সশস্ত্র অবস্থা জড়ো হয়ে অতর্কিততে পার্কের গেট ও দেয়াল ভাঙচুর করে। ডিসি পার্ক কর্তৃপক্ষ বাধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করে।

হামলাকারীরা স্লোগান দিতে দিতে জোর করে প্রধান ফটক ভেঙে প্রবেশ করে। তারা প্রধান ফটক থেকে ভাঙচুর শুরু করে। প্রথমে প্রধান গেটে টিকেট কাউন্টারে প্রবেশ করে ভাঙচুর চালায়। হামলা চালিয়ে সেখানকার ডেস্ক, কম্পিউটারসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে।

ওই সময় কাউন্টারে কর্মরতদের ধাওয়া করে। কয়েকজনকে মারধরও করা হয়। স্বাভাবিক পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়। দুষ্কৃতকারীদের হামলা থেকে প্রাণে বাঁচতে অনেকে দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। পার্কে তাণ্ডব চালানোর পাশাপাশি বাইরে এসে দুষ্কৃতকারীরা প্রধান ফটকের বাইরে রাখা অন্তত ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুর করে। পার্কের নিরাপত্তাকর্মীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায় দুষ্কৃতকারীরা। সন্ত্রাসী হামলায় দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ছোটাছুটি করতে গিয়ে অনেকে আহত হন।

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, এ ঘটনায় ৬০-৭০ জন লরিচালক ও সহকারী আহত হয়েছে। বর্তমানে সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তিনি বলেন, রাস্তায় গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে পার্কে থাকা লোকেরা চালকদের ওপর হামলা চালায়। এতে ৬০ থেকে ৭০ জনের বেশি চালক আহত হয়েছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বন্দর হাসপাতাল ও আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডিসি পার্কের সামনে পার্কিংয়ে থাকা দায়িত্বরত লোকেরা এই হামলা চালিয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম দাবি করেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক-লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রূপ নেয়।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সোহেল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পুলিশ তথ্য সংগ্রহে কাজ করছে।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক-লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, গাড়ি চালক ও তাদের লোকজন ডিসি পার্কে হামলা চালিয়ে প্রচুর ক্ষতি করেছে। এখন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন জানান, সীতাকুণ্ড ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতা পার্শ্ববর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিসি পার্কের নিরাপত্তা প্রহরী ও আনসারদের সঙ্গে বিএম কন্টেনার ডিপোর চালকদের মারামারির সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাই করে বিস্তারিত জানা যাবে।

এদিকে ডিসি পার্কে ভাঙচুর ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। তিনি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন