Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত মোহাম্মদ (দ.) মক্কা থেকে মদিনায় হিজরত পথটি “নবীর কদম” প্রকল্প ঘোষণা

মহানবী হযরত মোহাম্মদ (দ.) মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমনপথ

মহানবী হযরত মোহাম্মদ (দ.) মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমনপথটি ফের তৈরি করার লক্ষ্যে ‘নবীর কদম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এ প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। খবর বিডিনিউজের।

গাল্ফ নিউজ জানিয়েছে, ‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে।

ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।

গাল্ফ নিউজ লিখেছে, এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ–সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। চলতি বছরের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ছয় মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

হযরত মোহাম্মদ (দ.) মক্কা থেকে মদিনায় হিজরত পথটি “নবীর কদম” প্রকল্প ঘোষণা

আপডেটের সময় : ০৩:৩৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

মহানবী হযরত মোহাম্মদ (দ.) মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমনপথটি ফের তৈরি করার লক্ষ্যে ‘নবীর কদম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সোমবার মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এ প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। খবর বিডিনিউজের।

গাল্ফ নিউজ জানিয়েছে, ‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে।

ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।

গাল্ফ নিউজ লিখেছে, এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ–সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। চলতি বছরের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ছয় মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন