জামায়াতের দুই কর্মীকে সীতাকুণ্ড থানার বড় দারোগারহাট এলাকা থেকে অপহরণের অভিযোগ উঠেছে। তবে, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ দেননি। জামায়াতের দায়িত্বশীলরাও বিষয়টি নিশ্চিত হতে পারেননি।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে বড় দারোগারহাট বাজারের মূল সড়কে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষর্শীরা জানিয়েছেন।
অপহরণের শিকার দুজনের নাম মো. মাঈনুল ও মো. শাহ আলম। তাৎক্ষণিকভাবে তাদের আর বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশ শুনেছে, তারা জামায়াতের কর্মী। খবর পেয়ে তাৎক্ষণিক সব চেকপোস্টে সতর্ক করে দিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, ‘একজন মুঠোফোনে কল করে আমাকে জানিয়েছেন, জামায়াতের দুজন কর্মীকে নাকি মাইক্রোবাসে করে অপহরণ করা হয়েছে। তবে কারা, কাদেরকে অপহরণ করেছে তা বিস্তারিত জানায়নি। আমি খবর পেয়ে সকল চেকপোস্টে সতর্ক করে দিয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যিনি ফোন করেছিলেন তাকে আমি বলেছি অপহরণের শিকার ওই দুজনের পরিবারকে যেন থানায় আসতে বলেন। এর বেশি বিস্তারিত বলতে পারছি না এই মুহূর্তে। পরিবারের কেউ থানায় আসলে হয়তো বিস্তারিত জানা যাবে।’
এদিকে কোনো কর্মী অপহরণের বিষয় জানা নেই জানিয়ে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তাহের সিভয়েস২৪’কে বলেন, ‘এমন কোনো তথ্য আমার কাছে এখনো আসেনি। আমরা একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাবো।’
খালেদ / পোস্টকার্ড ;