Dhaka ১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

  • বিনোদন ডেস্ক ।।
  • আপডেটের সময় : ০৭:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৬২ টাইম ভিউ

মধ্য রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।

প্রাথমিকভাবে জানা গেছে, বলিউড অভিনেতাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা। গভীর রাতে এক দুর্বৃত্ত প্রবেশ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলি খানের। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে বলিউডের ‘নবাব’-এর বাড়িতে ঢোকে ওই দুর্বৃত্ত। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানা গেছে।

বান্দ্রার বাড়িতে সাইফের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও উপস্থিত ছিলেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। অস্ত্রোপচার শেষে জানা যাবে অবস্থা।

ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে বান্দ্রা থানার পুলিশ। যদিও এ ঘটনার আসল কারণ কী, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁর অস্ত্রোপচার হচ্ছে। অস্ত্রোপচার তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। খবর পেয়েই বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে ছুটলেন তাঁর আগের পক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান। যদিও তাঁদের সঙ্গে দেখা মিলল না অমৃতার। প্রাক্তন স্বামীর খোঁজ নিঃসন্দেহে রাখছেন হয়তো তিনি। তবে এখনও পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি তাঁর।

অন্যদিকে, গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিচারকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রার এই ফ্ল্যাটে করিনা ও দুই পুত্র-তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ আলি খান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

আপডেটের সময় : ০৭:০৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

মধ্য রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।

প্রাথমিকভাবে জানা গেছে, বলিউড অভিনেতাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা। গভীর রাতে এক দুর্বৃত্ত প্রবেশ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলি খানের। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে বলিউডের ‘নবাব’-এর বাড়িতে ঢোকে ওই দুর্বৃত্ত। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার করা হচ্ছে বলে জানা গেছে।

বান্দ্রার বাড়িতে সাইফের স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুরও উপস্থিত ছিলেন। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। অস্ত্রোপচার শেষে জানা যাবে অবস্থা।

ডাকাতির উদ্দেশ্যেই এই হামলা বলে প্রাথমিকভাবে মনে করছে বান্দ্রা থানার পুলিশ। যদিও এ ঘটনার আসল কারণ কী, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে রাত সাড়ে তিনটে নাগাদ রক্তাক্ত অবস্থায় সইফকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তাঁর অস্ত্রোপচার হচ্ছে। অস্ত্রোপচার তিন ইঞ্চি মতো একটি ধারাল বস্তু বের করা হয়েছে। মনে করা হচ্ছে, ছুরির কিছুটা অংশ ভেঙে সইফের শরীরের ভিতরে রয়ে গিয়েছিল। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। খবর পেয়েই বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে ছুটলেন তাঁর আগের পক্ষের দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম খান। যদিও তাঁদের সঙ্গে দেখা মিলল না অমৃতার। প্রাক্তন স্বামীর খোঁজ নিঃসন্দেহে রাখছেন হয়তো তিনি। তবে এখনও পর্যন্ত হাসপাতালে দেখা মেলেনি তাঁর।

অন্যদিকে, গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। কী করে একজন সেলিব্রেটির বাড়িতে মধ্য রাতে চোর ঢুকে পড়ল এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। তারা চোরের খোঁজে তল্লাশি শুরু করেছে। আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিচারকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রার এই ফ্ল্যাটে করিনা ও দুই পুত্র-তৈমুর ও জাহাঙ্গিরকে নিয়ে থাকেন সইফ আলি খান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন