বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব গতকাল রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উৎসবে শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা তাদের ঘরে তৈরী নানারকম পিঠা নিয়ে কলেজ প্রাঙ্গনে হাজির হয়।
দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ রাশেদ মোহাম্মদ ইকবাল। এসময় কলেজের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে ২০টিরও বেশি স্টলে ৪০ রকমের পিঠা উপস্থাপন করা হয়। কলেজ অধ্যক্ষ অধ্যাপক রাশেদ মোহাম্মদ ইকবাল বলেন, অন্যান্য মৌসুমের মত চলতি শীত মৌসুমেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে ভাপা পিঠা, পুলি পিঠা, সার্স, অন্থন, নার্কেল বর, শীতল, পাটিসাপটা, ফুল পিঠা, চিতই পিঠা, চালের জালা পিঠা বিভিন্ন স্টলে সাজানো হয়। কলেজের শিক্ষার্থীরা গ্রামীণ ঐতিহ্য সবার মাঝে তুলে ধরেছে এবং নানারকম পিঠা তৈরী করে খুব সুন্দর ভাবেই উপস্থাপন করছে দর্শনার্থীদের মাঝে।
খালেদ / পোস্টকার্ড ;