Dhaka ০৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা

সীতাকুণ্ডের সলিমপুরে মীর আরমান হোসেন (৪৮) নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ( ০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্য আরেকটা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠো ফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে হত্যা করেছে। এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি করছি।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি নেতা আরমানকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

ঘটনর সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

এদিকে, বিএনপি নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

সীতাকুণ্ড জাহাজভাঙা শ্রমিকদের ঈদ বোনাস, বেতন ও ন্যায্য মজুরির দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ডে বিএনপি নেতা হত্যা

আপডেটের সময় : ০৬:১৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

সীতাকুণ্ডের সলিমপুরে মীর আরমান হোসেন (৪৮) নামের এক বিএনপি নেতাকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ( ০২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মীর আরমান চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মীর মোতাহের হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জঙ্গলসলিমপুর ছিন্নমূল বস্তি এলাকায় থাকতেন। আরমান সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক।

স্থানীয়রা জানান, জঙ্গল সলিমপুর ছিন্নমূল বস্তি এলাকার অস্থায়ী বাসিন্দা মীর আরমানের মোবাইলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি ফোন আসে। ফোন পেয়ে তিনি বাইরে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে পেটে ছুরিকাঘাতে হত্যা করে ফেলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্য আরেকটা সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আরমান হোসেন। এ সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। মুঠো ফোনে কথা বলতে বলতে তিনি চায়ের দোকান থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই বাঁচাও বাঁচাও চিৎকার করতে থাকে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর বলেন, কে বা কারা কৌশলে ডেকে নিয়ে শ্রমিক দলের সাবেক সভাপতি আরমানকে হত্যা করেছে। এই খুনের ঘটনায় যারা জড়িত তাদেরকে বের করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি করছি।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, বিএনপি নেতা আরমানকে কে বা কারা ডেকে নিয়ে হত্যা করেছে। আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।

ঘটনর সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, লোকটিকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। এর বেশি আমরা তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি।

এদিকে, বিএনপি নেতা হত্যার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন