Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
২০২৪ সালে জাহাজভাঙা শিল্পে নিহত ৭ শ্রমিকের স্মরণে ৭ মোমবাতি প্রজ্বলন

জাহাজভাঙা শিল্পে নিম্নতম মজুরি বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত , নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

বাংলাদেশের জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার অবস্থা নিয়ে এক তথ্য উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। জাহাজভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নের ব্যাপারে মালিক সমিতি নীতিগত একমত হয়েছেন বলে জানানো হয় সভায়। এতে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।

সভার শুরুতে ২০২৪ সালে জাহাজভাঙা শিল্প খাতে নিহত ৭ শ্রমিকের স্মরণে ৭টি মোমবাতি প্রজ্বলন করা হয়। এই বিশেষ আয়োজনটি নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সভার অংশ গ্রহণকারীরা শ্রমিকদের প্রতি তাদের সমর্থন এবং সুরক্ষিত কর্মপরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকার ও মালিক পক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শ্রমিকদের গ্রিভ্যান্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ২০২৪ সালের তথ্য উপস্থাপন করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু। তিনি জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২৪ সালে ঘটিত বিভিন্ন দুর্ঘটনা ও তাদের প্রভাব নিয়ে তথ্য প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী, বাংলাদেশ শিল বিল্ডার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সচিব মো. ছিদ্দিক, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ রুমানা আক্তাার, চট্টগ্রাম শ্রম দপ্তরের সহকারী পরিচালক মাকসসুদুল আলম প্রমুখ।

সভায় শিপ ব্রেকিং মালিক সমিতির সচিব ছিদ্দুকুর রহমান জানান, জাহাজভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নের ব্যাপারে মালিক সমিতি নীতিগত একমত হয়েছেন। ২০২৫ এর জানুয়ারি থেকে যেন সকল শ্রমিকদের নিম্নতম মজুরি প্রদান করা হয় সেটা জানিয়ে দেয়ার জন্য শিপ ব্রেকিং সেক্টরের সকল মালিককে ডাকা হয়েছে। তিনি আগামীকাল থেকেই জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

২০২৪ সালে জাহাজভাঙা শিল্পে নিহত ৭ শ্রমিকের স্মরণে ৭ মোমবাতি প্রজ্বলন

জাহাজভাঙা শিল্পে নিম্নতম মজুরি বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত , নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

আপডেটের সময় : ০৪:১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার অবস্থা নিয়ে এক তথ্য উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। জাহাজভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নের ব্যাপারে মালিক সমিতি নীতিগত একমত হয়েছেন বলে জানানো হয় সভায়। এতে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।

সভার শুরুতে ২০২৪ সালে জাহাজভাঙা শিল্প খাতে নিহত ৭ শ্রমিকের স্মরণে ৭টি মোমবাতি প্রজ্বলন করা হয়। এই বিশেষ আয়োজনটি নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সভার অংশ গ্রহণকারীরা শ্রমিকদের প্রতি তাদের সমর্থন এবং সুরক্ষিত কর্মপরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকার ও মালিক পক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

শ্রমিকদের গ্রিভ্যান্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ২০২৪ সালের তথ্য উপস্থাপন করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক ফজলুল কবির মিন্টু। তিনি জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি, দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২৪ সালে ঘটিত বিভিন্ন দুর্ঘটনা ও তাদের প্রভাব নিয়ে তথ্য প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী, বাংলাদেশ শিল বিল্ডার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের সচিব মো. ছিদ্দিক, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ রুমানা আক্তাার, চট্টগ্রাম শ্রম দপ্তরের সহকারী পরিচালক মাকসসুদুল আলম প্রমুখ।

সভায় শিপ ব্রেকিং মালিক সমিতির সচিব ছিদ্দুকুর রহমান জানান, জাহাজভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নের ব্যাপারে মালিক সমিতি নীতিগত একমত হয়েছেন। ২০২৫ এর জানুয়ারি থেকে যেন সকল শ্রমিকদের নিম্নতম মজুরি প্রদান করা হয় সেটা জানিয়ে দেয়ার জন্য শিপ ব্রেকিং সেক্টরের সকল মালিককে ডাকা হয়েছে। তিনি আগামীকাল থেকেই জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন