Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকাতির প্রস্তুতিকালে সীতাকুণ্ডে খেলনা পিস্তল ও গাড়িসহ আটক ১

ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজার এলাকায় মো. জাহেদ (২৭) নামের এক ব্যক্তিকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মো. জাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহেদের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় ।

ঘঠনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মো. জাহেদসহ সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত একটি প্রাইভেট কার নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে। এরপর সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে ডাকাতির পরিকল্পনা করে।

খবর পেয়ে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালান। এ সময় সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেপ্তার করে। পরে গাড়িসহ থানায় নিয়ে আসে ।

আজ সোমবার জাহেদকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার জাহেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

ডাকাতির প্রস্তুতিকালে সীতাকুণ্ডে খেলনা পিস্তল ও গাড়িসহ আটক ১

আপডেটের সময় : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজার এলাকায় মো. জাহেদ (২৭) নামের এক ব্যক্তিকে প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে মো. জাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহেদের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় ।

ঘঠনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, মো. জাহেদসহ সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত একটি প্রাইভেট কার নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে। এরপর সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে ডাকাতির পরিকল্পনা করে।

খবর পেয়ে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালান। এ সময় সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যায়। এ সময় পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেপ্তার করে। পরে গাড়িসহ থানায় নিয়ে আসে ।

আজ সোমবার জাহেদকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার জাহেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন