অজ্ঞাত গাড়ির চাপায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বগুলা বাজার এলাকায় এক শ্রমিক নিহত হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) রবিবার সকাল আনুমানিক সাড়ে ১১ দিকে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত শ্রমিকের নাম মোহাম্মদ তাইজ উদ্দিন (৪৭)। তিনি ভোলা জেলার বালিয়া থানাধীন এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের বগুলা বাজার এলাকার রাস্তার পাশ দিয়ে শ্রমিক তাইজ উদ্দিন হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, আমরা জানতে পেরেছি তাইজ উদ্দিন নামের একজন মিস্ত্রি শ্রমিক সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলে নিহত হন। নিহত শ্রমিকের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে । পরিবারকে কাছে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;