ট্রাক চাপায় ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মো. রাশেদ (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন । তিনি চাঁদপুরের কচুয়া থানার রহিমা নগর এলাকার আব্দুর রউফের ছেলে।
শনিবার ( ২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুকলাল হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় , ঢাকা থেকে ছয়টি মোটরসাইকেল নিয়ে ১২ জন বন্ধু কক্সবাজার বেড়াতে যান। শনিবার বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। রাতে মহাসড়কের শুকলাল হাট বাজার এলাকা অতিক্রমের সময় পেছনে থাকা ঢাকামুখী একটি ট্রাক রাশেদের মোটরসাইকলকে ধাক্কা দেয় । মুহূর্তেই ছিঁটকে পড়ে সে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রাশেদ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়েন মোটরসাইকেল আরোহী মো. রাশেদ। এতে ট্রাক চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনা পরবর্তীতে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল সরিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি ।
খালেদ / পোস্টকার্ড ;