মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের সম্বনয়ে যৌথ অভিযান চালিয়ে সীতাকুণ্ডে ৫ টি চিংড়ি পোনার জাল, ৩ টি বেহুন্দী জাল ও ২০ হাজার মিটারের চরঘেরা জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলের কুমিরা থেকে শুরু করে সলিমপুর ইউনিয়ন পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত অবৈধ জাল কুমিরা ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দীন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী মোঃ জাফর প্রমুখ।