চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
ওই মামলায় ২০০৮ সালের ৮ মে বিচারিক আদালত রায় দেন। রায়ে আমানউল্লাহকে সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই হাইকোর্টে আপিল করেন তিনি। এই আপিলের শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।