ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল গঠিত ১৪টি অ্যাসোসিয়েশন নিয়ে। আইসিসিতে সদ্য চেয়ারম্যানের দায়িত্ব ছাড়া গ্রেগ বার্কলে একটি কৌতূহলোদ্দীপক প্রশ্ন তুলেছেন, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ভেঙে দিয়ে ১৪টি অ্যাসোসিয়েশনের আলাদা আলাদা দল গঠনের সময়টা এখনই কি না?
ক্রাইস্টচার্চে ১ ডিসেম্বর শেষ হওয়া নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট চলাকালীন ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন বার্কলে। গতকাল সাক্ষাৎকারটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে টেলিগ্রাফ।