Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে মাদ্রাসাছাত্র অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবী

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৪৫ টাইম ভিউ

হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অপহরণ করা হয়েছে।

তাছাড়া অপহরণের দীর্ঘ পাঁচ দিন পর তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ।

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত মোতাসিমের বাড়ি উপজেলার ছোট কুমিরা এলাকায়। তাঁর বাবা মাওলানা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মোতাসিম ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মোতাসিমের বাবা নুর উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বাইরে যায় মোতাসিম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়-স্বজনের বাড়িসহ তাঁরা সম্ভাব্য সব স্থানে মোতাসিমের খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নুর উদ্দিন বলেন, মোতাসিন নিখোঁজ হয়েছে ভেবে জিডি করলেও গতকাল মঙ্গলবার বিকেলে অচেনা একটি নম্বর থেকে কল পান তাঁরা। কল ধরলে অপর প্রান্ত থেকে একটি অপরিচিত কণ্ঠ শুনতে পান। তারা মোতাসিনকে অপহরণ করেছেন বলে জানিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিলে তার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন বলেও জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে শিশুটি নিখোঁজ হয়েছে জানিয়ে জিডি করেছিল। কিন্তু গতকাল তারা জানিয়েছে অপহরণকারী শিশুটিকে অপহরণ করেছে জানিয়ে দুই লাখ মুক্তিপণ দাবি করছে। অপহরণকারীর ওই মুঠোফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় কাজ চালানো হচ্ছে বলে জানান তিনি

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

সীতাকুণ্ডে মাদ্রাসাছাত্র অপহরণ, ২ লাখ টাকা মুক্তিপণ দাবী

আপডেটের সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অপহরণ করা হয়েছে।

তাছাড়া অপহরণের দীর্ঘ পাঁচ দিন পর তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ।

বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তবে আজ বুধবার দুপুর পর্যন্ত অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অপহৃত মোতাসিমের বাড়ি উপজেলার ছোট কুমিরা এলাকায়। তাঁর বাবা মাওলানা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মোতাসিম ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

মোতাসিমের বাবা নুর উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বাইরে যায় মোতাসিম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়-স্বজনের বাড়িসহ তাঁরা সম্ভাব্য সব স্থানে মোতাসিমের খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নুর উদ্দিন বলেন, মোতাসিন নিখোঁজ হয়েছে ভেবে জিডি করলেও গতকাল মঙ্গলবার বিকেলে অচেনা একটি নম্বর থেকে কল পান তাঁরা। কল ধরলে অপর প্রান্ত থেকে একটি অপরিচিত কণ্ঠ শুনতে পান। তারা মোতাসিনকে অপহরণ করেছেন বলে জানিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা দিলে তার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবেন বলেও জানান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, প্রথমে পরিবারের পক্ষ থেকে শিশুটি নিখোঁজ হয়েছে জানিয়ে জিডি করেছিল। কিন্তু গতকাল তারা জানিয়েছে অপহরণকারী শিশুটিকে অপহরণ করেছে জানিয়ে দুই লাখ মুক্তিপণ দাবি করছে। অপহরণকারীর ওই মুঠোফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধারে প্রযুক্তির সহায়তায় কাজ চালানো হচ্ছে বলে জানান তিনি

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন