১. ত্বক পরিষ্কার রাখুন
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক পরিষ্কার রাখা। ধুলাবালু আর দূষণ ত্বকের ওপর বেশ বাজে প্রভাব ফেলে। বাতাসে ভেসে আসা দূষিত পদার্থ থেকে ত্বককে রক্ষা করতে প্রয়োজন নিয়মিত ত্বক পরিষ্কার রাখা। নিয়মিত ক্লিনজার ব্যবহার করলে ত্বক সতেজ থাকবে, বজায় থাকবে আর্দ্রতা।
২. নিয়মিত সানস্ক্রিন
অনেকেই বলতে পারেন, শীতকালে তো সূর্যের দেখাই পাওয়া যায় না। সেখানে আবার সানস্ক্রিন কেন? সূর্যের অতিবেগুনি রশ্মির সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই। অতিবেগুনি রশ্মির প্রভাব সারা বছরই থাকে, তাই শীতকালেও বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে সূর্যের তীব্রতা থেকে রেহাই দিয়ে ত্বককে করবে মোলায়েম।
৩. সিরাম ব্যবহার
শীতকালে বাতাসে ভাসমান অতিক্ষুদ্র দূষিত কণা ত্বকে প্রবেশ করে। এসব কণা ত্বকের ভেতরে ঢুকে অক্সিডাইজ করে কালচে ভাব তৈরি করে। এই কালচে ভাব শরীরের উজ্জ্বলতা অনেকাংশেই কমিয়ে দেয়। যে কারণে শীতকালে সিরাম ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ। ভিটামিন সি–যুক্ত সিরাম ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে সহায়তা করে।