Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের নীতিতে আওয়ামী লীগ–নির্ভরতা ও অপতথ্যের রাজনীতি

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
  • ৫০ টাইম ভিউ

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সার্বভৌম দেশ ১৯৬১ সালে গৃহীত ভিয়েনা কনভেনশন মেনে চলে। এই কনভেনশনে গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আইনসিদ্ধ (লিগ্যালি বাইন্ডিং)। ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৫–এর ৩ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রদূত বা দূতাবাসের সদস্যরা সে দেশের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন।

এ ছাড়া অনুচ্ছেদ ২২ অনুযায়ী, দূতাবাসের সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, যে দেশে দূতাবাস থাকবে, সে দেশের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। এমনকি দূতাবাসের ভবন, আসবাব ও অন্যান্য সম্পত্তি এবং যানবাহনে কোনো তল্লাশি বা অভিযান চালানো যাবে না।

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা ওপরে উল্লেখ করা অনুচ্ছেদগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। ভারত সরকারের বাংলাদেশ দূতাবাসে হামলা প্রতিরোধ করতে না পারা এবং নিরাপত্তা নিশ্চিত না করতে পারার মাধ্যমে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে।

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
ট্যাগ:
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো যাবে না: রিটকারীর আইনজীবী

ভারতের নীতিতে আওয়ামী লীগ–নির্ভরতা ও অপতথ্যের রাজনীতি

আপডেটের সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সার্বভৌম দেশ ১৯৬১ সালে গৃহীত ভিয়েনা কনভেনশন মেনে চলে। এই কনভেনশনে গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আইনসিদ্ধ (লিগ্যালি বাইন্ডিং)। ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৫–এর ৩ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রদূত বা দূতাবাসের সদস্যরা সে দেশের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন।

এ ছাড়া অনুচ্ছেদ ২২ অনুযায়ী, দূতাবাসের সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, যে দেশে দূতাবাস থাকবে, সে দেশের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। এমনকি দূতাবাসের ভবন, আসবাব ও অন্যান্য সম্পত্তি এবং যানবাহনে কোনো তল্লাশি বা অভিযান চালানো যাবে না।

সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা ওপরে উল্লেখ করা অনুচ্ছেদগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। ভারত সরকারের বাংলাদেশ দূতাবাসে হামলা প্রতিরোধ করতে না পারা এবং নিরাপত্তা নিশ্চিত না করতে পারার মাধ্যমে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে।

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন