কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সার্বভৌম দেশ ১৯৬১ সালে গৃহীত ভিয়েনা কনভেনশন মেনে চলে। এই কনভেনশনে গৃহীত সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আইনসিদ্ধ (লিগ্যালি বাইন্ডিং)। ভিয়েনা কনভেনশনের অনুচ্ছেদ ৫–এর ৩ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রদূত বা দূতাবাসের সদস্যরা সে দেশের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন।
এ ছাড়া অনুচ্ছেদ ২২ অনুযায়ী, দূতাবাসের সীমানায় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, যে দেশে দূতাবাস থাকবে, সে দেশের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। এমনকি দূতাবাসের ভবন, আসবাব ও অন্যান্য সম্পত্তি এবং যানবাহনে কোনো তল্লাশি বা অভিযান চালানো যাবে না।
সম্প্রতি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে, তা ওপরে উল্লেখ করা অনুচ্ছেদগুলোর সুস্পষ্ট লঙ্ঘন। ভারত সরকারের বাংলাদেশ দূতাবাসে হামলা প্রতিরোধ করতে না পারা এবং নিরাপত্তা নিশ্চিত না করতে পারার মাধ্যমে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে।