মাথায় দেনার বোঝা। সন্ধ্যায় বাড়িতে ফিরতে হয় ‘লুকিয়ে’। বাড়িতে বউ ও একমাত্র শিশুসন্তান। আছেন পক্ষাঘাতগ্রস্ত বাবা, ছোট ভাই-বোনও। ব্যাংকের ক্যাশিয়ারের চাকরিতে দিন চলে না। ভাস্কর তবু জীবন উপভোগ করতে চায়। মুখে তার হাসি লেগেই থাকে। সন্তান তার বন্ধুর জন্মদিনে যাবে, উপহার দেবে কী? অনেক কষ্টে সন্তানের জন্য কেনা উপহার নিয়েই শেষমেশ মা রওনা দেন। বাড়িতে ঠিকঠাক খাবার মেলে না। শিশুটি তাই বন্ধুদের জন্মদিনের উদ্যাপনে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে। কেক তো পেট ভরে খাওয়া যাবে। এটা নিয়েও শুনতে হয় বন্ধুদের বিদ্রূপ।
সংবাদ শিরোনাম :
ব্যাংকের ক্যাশিয়ার থেকে শত কোটির মালিক ভাস্কর. . .
-
রিপোর্টারের নাম
- আপডেটের সময় : ১২:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- ৫৭ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট