দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক–ইওল প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং–হিউনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চৌ বাইয়ুং–হাইউকের নাম ঘোষণা করা হয়েছে। তিনি সৌদি আরবে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার বর্তমান রাষ্ট্রদূত। সামরিক আইন জারি করার পর তীব্র প্রতিবাদের মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হওয়ার পর প্রেসিডেন্ট তাঁর প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দেন।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কিম বুধবার তাঁর পদ থেকে সরে দাঁড়ান। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সামরিক আইন জারি করার পেছনে তিনি ছিলেন অন্যতম কুশীলব। সরকারের কিছু শীর্ষ কর্মকর্তাকে বিরোধী দলগুলো অপসারণ বা ইমপিচ করার চেষ্টা করার পর প্রেসিডেন্ট ইউন চরম ব্যবস্থা নেন বলে বিরোধী সংসদ সদস্যরা অভিযোগ করছেন।