শুক্রবার দেশজুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরের মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না। কিন্তু দুই দিন না পেরোতেই দর্শক–খরায় ভুগছে সিনেমাটি। শাকিবের সিনেমা দিয়ে যেখানে বাজিমাত করার কথা, সেখানে পুঁজি তোলার শঙ্কায় আছেন সিঙ্গেল স্ক্রিনের হলমালিকেরা।
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মধুমতি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘দরদ’। গত শনিবার, সিনেমার দ্বিতীয় দিনে সেখানে গিয়ে বেলা সাড়ে তিনটার শোতে দেখা যায় নিস্তব্ধ নীরবতা। নিচে দর্শকশূন্য থাকলেও ডিসিতে গিয়ে পাওয়া যায় ১২ থেকে ১৫ জন দর্শক।
হলে দায়িত্বরত এক কর্মচারী প্রথম আলোকে জানান, কোনো শোতে আশানুরূপ দর্শক পাওয়া যাচ্ছে না। এভাবে চললে পুঁজি ওঠানো অসম্ভব।