যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে অবস্থান বদলেছেন। তাঁর ভবিষ্যৎ প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদে নিজের একান্ত অনুগত পাম বন্ডিকে মনোনয়ন দিয়েছেন তিনি। এর আগে এ পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েছিলেন ম্যাট গেটজ। তিনি মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য।
যৌন কেলেঙ্কারি ও নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গেটজ। এরপর ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের বিরোধিতার মুখে গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সেই জায়গায় অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনয়ন পেয়েছেন ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
পাম বন্ডিকে মনোনয়ন দিয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘দীর্ঘদিন ধরে বিচার বিভাগকে আমার ও অন্যান্য রিপাবলিকানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এমনটা আর হবে না।’ পাম বন্ডি বিচার বিভাগকে অপরাধ দমনে ও যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করতে কাজ করবেন বলেও জানান ট্রাম্প।