বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা এবং কুমারখালী আমলি আদালতের বিচারক মামুনুর রশীদ পৃথক এই আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী ও আদালত পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মডেল থানা ও কুমারখালী থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা পৌনে দুইটার দিকে সেলিম আলতাফকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে বেলা দুইটার দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়।