আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপে নাম লিখিয়ে দেশের জরাজীর্ণ হকিতে এই সুবাতাসটা এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল। সেই আনন্দে আজ সকালে জুনিয়র এশিয়া কাপ হকি খেলে ওমান থেকে দেশে ফেরার পর বিমানবাহিনীর ফ্যালকন হলে যুব হকি দলকে সংবর্ধনাও দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।
কিন্তু অনুষ্ঠানে পুরো দলের জন্য যে অর্থ পুরস্কারটা ঘোষণা করা হলো, সেটি বোধ হয় সাফল্যের তুলনায় একটু কমই। ওমান থেকে ফেরা দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।