পঞ্চগড়ের বোদায় জমি দখল ও চুরির মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ময়দানদিঘী বাজারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যক্তিদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে মানববন্ধনকারীরা মহাসড়কের মধ্যে বসে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
দুপুর সোয়া ১২টার দিকে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।