গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের সীতাকুন্ডে ফারুক (৪৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘কে আর’ নামের শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিক বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অক্সিজেন গ্যাস দিয়ে কাটিংয়ের কাজ করছিলেন মো. ফারুক। দুপুরে খেতে যাওয়ার সময় তিনি তাড়াহুড়া করে অক্সিজেন সরবরাহের মূল সুইচ বন্ধ না করে পাইপের মুখ বন্ধ করার চেষ্টা করেন। এতে পাইপের মুখ থেকে অক্সিজেনের চাপে পাইপ ফেটে যায় এবং তিনি দগ্ধ হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের হেলথ সেফটি এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজার রঞ্জিত কুমার নাথ জানান, অসাবধানতাবশত পাইপ ফেটে যাওয়ায় মো. ফারুক দগ্ধ হয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত, তবে আরও চিকিৎসার প্রয়োজন। আমরা তার সুষ্ঠু চিকিৎসার দায়িত্ব নিচ্ছি।
ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যায় সাগর উপকূলে গ্যাস বিস্ফোরণের খবর পেয়েছি। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে ।
খালেদ / পোস্টকার্ড ;