চট্টগ্রামের সীতাকুণ্ড সহস্রোধারা ঝর্ণায় নিখোঁজ হওয়া তাহসিন আনোয়ার (১৭) নামক এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।
শনিবার (১৪ জুন) বিকেল ৫ টার দিকে বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকায় অবস্থিত সহস্রধারা ঝর্ণায় এ ঘটনাটি ঘটে। তাহসিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন হাউজিং ৩ নম্বর রোড এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, তাহসিন আনোয়ার ও তার ৭ জন বন্ধু মিলে সীতাকুণ্ডে ঘুরতে আসে। এরপর উপজেলার ছোট দারোগারহাটের পাহাড়ি এলাকায় অবস্থিত সহস্রধারা ঝর্ণায় গোসল করতে নামে তারা। পরে তাদের ৬ বন্ধু ঝর্ণা থেকে সাঁতরে তীরে উঠলেও তাহসিন সাঁতার না জানাই ঝর্ণায় পানিতে তলিয়ে যায়।
এদিকে খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর অনেক চেষ্টায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ডুবে যাওয়া তাহসিনের মৃতদেহ উদ্ধার করে। তাহসিন এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ফায়ার সার্ভিস সহস্র ধারা ঝর্ণা থেকে তাহসিন এর মৃতদেহ উদ্ধার করেন। এরপর পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;