বাংলাদেশ দলিল লেখক সমিতি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখার ২০২৫ সালের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আলহাজ জহুরুল আলম চৌধুরী’র সভাপতিত্বে ও মো. সাজ্জাদ উল হাকিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সীতাকুণ্ড উপজেলা সাব রেজিস্টার রায়হান হাবিব।
উপস্থিত ছিলেন জেলা রেজিষ্টার সদস্য সচিব মামুনুর রশীদ, ফতেয়াবাদ সাব রেজিস্টার এস এম আকরাম।
বক্তব্য রাখেন সভাপতি মো. রফিক উদ্দিন আহমেদ, সহ- সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুল হাকিম চৌধুরী, মো. সিরাজ উদ্দিন, সৈয়দ আবুল মুনছুর, আলহাজ হারুন অর রশিদ প্রমুখ।
উল্লেখ্য গত ২৮শে আগষ্ট সীতাকুণ্ডে দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে রফিক উদ্দিন আহমেদ, সহ- সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মো. তৌহিদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার ইসলাম, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দীন, সমাজকল্যাণ সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. আসলাম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. শামছুজ্জামান, কার্যকরী সদস্য মো. আবুল মনছুর, কমর উদ্দীন এবং মো. ইমাম হোসেন নির্বাচিত হন।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 

















