সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন এলাকা থেকে সিএনজি টেক্সিসহ ৪ বস্তা চোলাই মদ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় টেক্সি চালক মো. জামশেদকে আটক করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে মদ জব্দ করে চালককে আটক করা হয়। জানা গেছে, একটি মাদক কারবারি চক্র সীতাকুণ্ড উপজেলা ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের মহালংগার দিকে একটি সিএনজি টেক্সি করে ৪ বস্তা চোলাই মদ নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন টের পেয়ে গাড়িটি আটক করে সীতাকুণ্ড থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেক্সিসহ ৪ বস্তা চোলাই মদ জব্দ করে চালককে আটক করা হয়।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. আশ্রাফ বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্লাস্টিকের বোতলে ভর্তি ৪ বস্তা চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় টেক্সি চালক মো. জামশেদকে আটক করা হয়েছে। এ বিষয়ে মাদক আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
খালেদ / পোস্টকার্ড ;