Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ’র সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর উপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজ রোডস্হ রেললাইন সংলগ্ন তাঁর বাড়ীর সামনে থেকে অতর্কিত বেধড়ক মারধর করে থানায় নিয়ে যায়। প্রায় আধাকিলোমিটার পথ হাঁটিয়ে মারতে মারতে জোরপূর্বক সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পকেট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

নিরীহ একজন সহকর্মীর ওপর ন্যাক্কারজনক হামলার খবর শোনে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ থানায় গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যান।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান,আহত সাংবাদিকের মুখে ও মাথায় জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

সাংবাদিক লিটন চৌধুরীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকার আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। সাংবাদিক নেতারা বলেন, এভাবে মব সৃষ্টি করে একজন নিরীহ গণমাধ্যম কর্মীর ওপর এধরনের নগ্ন হস্তক্ষেপ ও হামলা মুক্তমতচর্চার জন্য হুমকিস্বরূপ এবং আইন-শৃংখলার চরম অবনতিও বটে। এব্যাপারে মামলার পক্রিয়া চলছে বলে জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার ইন্ধনদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

জনপ্রিয় পোস্ট

বন্ধ থাকা প্যাসিফিক জিনস গ্রুপের সাতটি কারখানা আগামীকাল খুলছে!

সীতাকুণ্ডে সাংবাদিকের উপর দুর্বৃত্তদের হামলা

আপডেটের সময় : ০৪:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ’র সীতাকুণ্ড প্রতিনিধি লিটন কুমার চৌধুরীর উপর বর্বরোচিত হামলা চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা।

রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল চট্টগ্রামের সীতাকুণ্ড কলেজ রোডস্হ রেললাইন সংলগ্ন তাঁর বাড়ীর সামনে থেকে অতর্কিত বেধড়ক মারধর করে থানায় নিয়ে যায়। প্রায় আধাকিলোমিটার পথ হাঁটিয়ে মারতে মারতে জোরপূর্বক সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পকেট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

নিরীহ একজন সহকর্মীর ওপর ন্যাক্কারজনক হামলার খবর শোনে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দ থানায় গিয়ে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্হ্য কমপ্লেক্স নিয়ে যান।

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান,আহত সাংবাদিকের মুখে ও মাথায় জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্যে প্রাথমিক চিকিৎসার পর তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

সাংবাদিক লিটন চৌধুরীর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকার আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী। সাংবাদিক নেতারা বলেন, এভাবে মব সৃষ্টি করে একজন নিরীহ গণমাধ্যম কর্মীর ওপর এধরনের নগ্ন হস্তক্ষেপ ও হামলা মুক্তমতচর্চার জন্য হুমকিস্বরূপ এবং আইন-শৃংখলার চরম অবনতিও বটে। এব্যাপারে মামলার পক্রিয়া চলছে বলে জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনার ইন্ধনদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন