সীতাকুণ্ড উপজেলার লতিফপুর পাকা রাস্তার মাথা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী হলেন মালেকা বেগম (৪৮)। শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের আকবর শাহ থানার উপপরিদর্শক মনুসর আলম জানান, মালেকা বেগম সিটি গেট এলাকায় একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। বিকেলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মালেকা বেগম পরিবার নিয়ে নগরের আকবার শাহ থানার লতিফপুর রেলগেট এলাকায় বসবাস করতেন বলে জানায় পুলিশ। তাঁর মরদেহ রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খালেদ / পোস্টকার্ড ;