সীতাকুণ্ডে সহিংসতামুক্ত ও শান্তি -সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।যেখানে আলোচকরা বলেন, সীতাকুণ্ডের শান্তি ও সম্বৃদ্ধির পথে এগিয়ে নিতে সকল সম্প্রীতির গুরুত্বারোপ করেন। গতকাল শনিবার বিকাল তিনটায় ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিও’র অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশ’র মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সীতাকুণ্ড এই মতবিনিময় সভার আয়োজন করে।সীতাকুণ্ড পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মহরম আলী।
এতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পৌর বিএনপির আহব্বায়ক আলহাজ্ব মোহাম্মদ জাকের হোসেন,পৌর জামাত ও সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার,পিএফজির পিস এম্বাসেডর শামসুল আলম আজাদ, বাসদ এর জসিম উদ্দিন, ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি আবুল কাসেম, দিশারী ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট সরওয়ার হোসেন লাভলু,পৌর বিএনপির সদস্য সচিব সালহ আহমেদ সলু, পিস এম্বাসেডর মাসুদা খায়ের, পিস এম্বাসেডর শামীম আক্তার লাভলী, ইয়ুথ পিস এম্বাসাডর গ্রুপের সমন্বয়কারী ফরহাদ হোসাইন রিফাত, খেলাঘর সীতাকুণ্ড শাখার জাহেদুল ইসলাম বিটু, পিএফজি সদস্য এম এ কাইয়ুম সহ আরো অনেকেই।
শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সীতাকুণ্ড পিএফজির কোঅর্ডিনেটর নাছির উদ্দিন অনিক।পুরো মতবিনিময় সভা সঞ্চালনা করেন এফসি মাইনুল ইসলাম।
বক্তারা আগামীতে শান্তিপূর্ণ সীতাকুণ্ড গঠনে সকল নাগরিক সমাজ এক হয়ে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
খালেদ / পোস্টকার্ড ;