খাদ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখা ও অপরিস্কার, অনিয়ম, বিএসটিআই এর অনুমোদন বিহীন পন্য বিক্রি, লাইসেন্স বিহীন ব্যবসার কারনে মস্কো ফাষ্ট ফ্রুট ও রাজবাড়ী রেস্তোরা(জনতা ব্যাংকের নিচে) কে মোট ৩০( ত্রিশ) হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় সীতাকুণ্ড পৌরসদর বাজার স্হানে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে “মস্কো বেকার্স” নামক প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করায় এবং পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করা এবং কোন প্রকার লাইসেন্স দেখাতে পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রাজবাড়ী-২ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করেন ও আগামীতা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
এব্যাপারে সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে,অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই ভূক্তাদেরকে পঁচা,বাসি,মেয়াদউত্তীর্ণ খাদ্য চালিয়ে দেয়।অভিযাসে কিছুটা হলেও সতর্ক থাকেন।
খালেদ / পোস্টকার্ড ;