Dhaka ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আশরাফুর রহমান নয়ন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে গত দুই দিন বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল নয়ন।

নয়ন উপজেলার মুরাদপুর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার ইসহাক কোম্পানির বাড়ির মিজানুর রহমান সোহাগের ছেলে ও সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ।

নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় গত কয়েকদিন আগে গায়ে জ্বর হয় নয়নের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে জানায়। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে তারা বাড়িতে না নিয়ে বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে দুই দিন পর নয়নের মৃত্যু হয়। নিহতের মা অভিযোগ করে বলেন, আমার ছেলে মারা যাওয়ার পরে জেনারেল হাসপাতালের চিকিৎসকরা চট্টগ্রামে রেফার করে। এরপর তাকে আমরা ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রোগীর মৃত্যু অনেক আগে হয়েছে বলে জানান ।

অন্যদিকে, বেসরকারি জেনারেল হাসপাতালের পরিচালক মাইন উদ্দিন বলেন, রোগীর সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) স্বাভাবিক ছিল। রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে আমরা সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু রোগীর অভিভাবকরা রোগী নিয়ে যেতে দেরি করে ফেলে যে কারণে রোগী মারা গেছে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

আপডেটের সময় : ০১:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে আশরাফুর রহমান নয়ন (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার আগে গত দুই দিন বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি ছিল নয়ন।

নয়ন উপজেলার মুরাদপুর ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার ইসহাক কোম্পানির বাড়ির মিজানুর রহমান সোহাগের ছেলে ও সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ।

নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় গত কয়েকদিন আগে গায়ে জ্বর হয় নয়নের। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু হয়েছে বলে জানায়। হাসপাতাল থেকে প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে তারা বাড়িতে না নিয়ে বেসরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে দুই দিন পর নয়নের মৃত্যু হয়। নিহতের মা অভিযোগ করে বলেন, আমার ছেলে মারা যাওয়ার পরে জেনারেল হাসপাতালের চিকিৎসকরা চট্টগ্রামে রেফার করে। এরপর তাকে আমরা ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রোগীর মৃত্যু অনেক আগে হয়েছে বলে জানান ।

অন্যদিকে, বেসরকারি জেনারেল হাসপাতালের পরিচালক মাইন উদ্দিন বলেন, রোগীর সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) স্বাভাবিক ছিল। রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হলে আমরা সাথে সাথে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। কিন্তু রোগীর অভিভাবকরা রোগী নিয়ে যেতে দেরি করে ফেলে যে কারণে রোগী মারা গেছে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন