Dhaka ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা ইয়ার্ডে তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ‎মো. ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জাহাজ ভাঙা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এনজিও সংস্থা বিলসের কর্মকর্তা ফজলুল কবির মিন্টু বলেন, ‘যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো, ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন। ঠিক কি কারণে এ দুর্ঘটনা, কোন গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে।

জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিচালক ফেরদৌস ওয়াহিদ বাপ্পি বলেন, ইয়ার্ডটি গ্রিনে রূপান্তরের প্রক্রিয়া প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

আপডেটের সময় : ০৩:৩১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সীতাকুণ্ডে একটি জাহাজভাঙা ইয়ার্ডে তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, ‎মো. ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণ ঘটে। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জাহাজ ভাঙা শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এনজিও সংস্থা বিলসের কর্মকর্তা ফজলুল কবির মিন্টু বলেন, ‘যথাযথ নিরাপত্তা ব্যবস্থার অভাবেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। আমরা আহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের দাবি জানাই।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো, ফখরুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছেন। ঠিক কি কারণে এ দুর্ঘটনা, কোন গাফিলতি ছিলো কিনা তা খতিয়ে দেখা হবে।

জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিচালক ফেরদৌস ওয়াহিদ বাপ্পি বলেন, ইয়ার্ডটি গ্রিনে রূপান্তরের প্রক্রিয়া প্রায় ৯৫ শতাংশ শেষ হয়েছে। এরপরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে ।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন