তিন দিনের মাথায় আবারও চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার ( ২৩ জুন ) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিরা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের লাইনচ্যুত চাকা সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
এ ঘটনায় কুমিরা রেলস্টেশনের স্টেশনমাস্টার আশরাফুল আলম জানান, রেল চলাচলে কোনো অসুবিধা হচ্ছেনা। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী একটি মালবাহী ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি তিনি নিয়ন্ত্রণকক্ষে জানান এবং পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। এ ঘটনায় চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ঢাকামুখী লেন দিয়ে উভয় দিকে ট্রেন চলাচল করানো হচ্ছে। ফলে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিকী বলেন, ঘটনাটি তেমন বড় নয়। একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তাছাড়া এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য যে , এর আগে গত শুক্রবার সীতাকূণ্ডের ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে উদ্ধারকারী ট্রেন এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। তিন দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা ঘটল।
খালেদ / পোস্টকার্ড ;