মৃত অবস্থায় একটি সামুদ্রিক মা কচ্ছপ চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে ভেসে এসেছে। এটি অনেকটা জলপাই রঙের সামুদ্রিক মা কচ্ছপের মতো। এ ধরনের কচ্ছপ গত কয়েক বছরে কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে মৃত অবস্থায় ভেসে এসেছে।
রোববার ( ২৯ ডিসেম্বর) বিকেলে সৈকতের বোয়ালিয়াকুল পয়েন্টে কচ্ছপটি পড়ে থাকতে দেখা যায় ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কাল সৈকতের বোয়ালিয়া খালের উত্তর পাশে কচ্ছপটি পড়ে থাকতে দেখা যায় । যদিও কচ্ছপের ওপরের অংশ ফেটে গেছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কচ্ছপের প্রজনন মৌসুম শুরু হয় নভেম্বর থেকে। চলে মার্চ পর্যন্ত।
সীতাকুণ্ডে ভেসে আসা কচ্ছপটির পেটেও ডিম ছিল বলে ধারণা করছেন স্থানীয় জেলেরা । তাদের মতে এ ধরনের কচ্ছপ সন্দ্বীপ চ্যানেলে জীবিত অবস্থায় সচরাচর আসে না। মূলত গভীর সমুদ্রে যারা মাছ ধরে, তাদের জালে আটকা পড়ে। তখন জালের সঙ্গে উঠে গেলে জেলেরা সেগুলোকে কখনো মেরে সাগরে ফেলে দেয় অথবা কখনো আঘাত পাওয়ার পর কচ্ছপ মারা যায়। এরপর উপকূলে চলে আসে। তেমনি সাগরে কোনো আঘাত পেয়ে কচ্ছপটি মারা যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয় জেলেরা ।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 

















