Dhaka ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন: চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন

সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন: সিআরএ

সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। তাই সাংবাদিক ইউনিয়ন ও সংগঠনগুলোর ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে—এমন দাবি জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ) নেতৃবৃন্দ।

সিআরএ’র মাসিক সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন বলেন, “সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকদের ওপর নৃশংস হামলা, মামলা ও হত্যার ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও ফল পাওয়া যায়নি। এখন একমাত্র উপায় হলো সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া।”

সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট এর ব্যুরো চীফ আজিজুল হক আজিজ বলেন, “বড় মিডিয়ার কাছে ছোট মিডিয়ার সাংবাদিকরা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। অপরাধীরা এই সুযোগ নিয়ে এক সাংবাদিকের মাধ্যমে অন্য সাংবাদিককে হয়রানি করছে। যার ফলে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।”

সাধারণ সম্পাদক নূরুল আমিন খোকন বলেন, “সারাদেশে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সকল অপরাধীরা মাথা নত করতে বাধ্য হবে এবং দেশের অপরাধ প্রবণতা কমবে।”

সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল বলেন, “সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। তাই সকল সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে এগিয়ে আসি।”

অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ বলেন, “৬৪ জেলায় সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড করা উচিত, যাতে অসহায় সাংবাদিকরা আর্থিক সুবিধা পেতে পারেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “তুহিন হত্যার বিচার আমরা অল্প সময়ে আশা দেখেছি। এখন সহসা সাগর রুনির হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।”

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন: চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন

আপডেটের সময় : ১১:০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। তাই সাংবাদিক ইউনিয়ন ও সংগঠনগুলোর ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে—এমন দাবি জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ) নেতৃবৃন্দ।

সিআরএ’র মাসিক সভায় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সংগঠনগুলি যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না।

সিআরএ’র সভাপতি সোহাগ আরেফিন বলেন, “সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ না হওয়ার কারণে দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকদের ওপর নৃশংস হামলা, মামলা ও হত্যার ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেও ফল পাওয়া যায়নি। এখন একমাত্র উপায় হলো সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ হওয়া।”

সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোস্ট এর ব্যুরো চীফ আজিজুল হক আজিজ বলেন, “বড় মিডিয়ার কাছে ছোট মিডিয়ার সাংবাদিকরা যথাযথ মূল্যায়ন পাচ্ছে না। অপরাধীরা এই সুযোগ নিয়ে এক সাংবাদিকের মাধ্যমে অন্য সাংবাদিককে হয়রানি করছে। যার ফলে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে।”

সাধারণ সম্পাদক নূরুল আমিন খোকন বলেন, “সারাদেশে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে সকল অপরাধীরা মাথা নত করতে বাধ্য হবে এবং দেশের অপরাধ প্রবণতা কমবে।”

সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল বলেন, “সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। তাই সকল সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে এগিয়ে আসি।”

অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ বলেন, “৬৪ জেলায় সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড করা উচিত, যাতে অসহায় সাংবাদিকরা আর্থিক সুবিধা পেতে পারেন।”

নেতৃবৃন্দ আরও বলেন, “তুহিন হত্যার বিচার আমরা অল্প সময়ে আশা দেখেছি। এখন সহসা সাগর রুনির হত্যার বিচারের জোর দাবি জানাচ্ছি।”

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন