Dhaka ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন, র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্টিত

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে কর্মরত গনমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন, র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
May be an image of ‎6 people, temple and ‎text that says "‎চেনদধ SINGER た。 চয়টত্মকঠਖধ। .::::،. พววสงมะอเจะ OIADRT اجعه সরসা ভরসাকা 布ッるット ባ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তৃহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলমে প্রেসার ও দৃষ্টামূলক শান্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মমুচ্ী 6 আগস্ট ২০২৫ উফ্রুবার বিকাল 8. ១០ ঘটিকা, সীতাক্তুন্ সিকিউর সিটির সামনে আয়োজন : বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ ও সচেতন नাগि‎"‎‎
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় দিকে সীতাকুণ্ড পৌরসভার কামিল(এম,এম) মাদ্রাসা সামনে স্থানীয় কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
May be an image of 11 people and text that says "ご古時者 গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ককুপিয়ে ঘটনায় জড়িতদের অবিলমে গ্ন্তার দৃষ্টামুলক শান্তির দাবী মানববন্ধন ও অবস্থান কর্মমধ আগস্ট ২০২৫ তক্রবার বিকাল .00 খটিকা, সীতাক্ুন্ড সিকিউর সিটিয় আয়োজনে : বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক"

এসময় মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্য ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেনকে বেধড়ক মারা হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। দেশে সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান দেখলে আঁতকে উঠতে হয়। কিন্তু সাংবাদিক নির্যাতনের বিচার হয় না। ভয়-ভীতি, হুমকি-ধামকি, মামলা-মোকদ্দমা, মারাত্মক শারীরিক নির্যাতনে জখম থেকে শুরু করে গুম কিংবা খুন নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। চট্টগ্রাম সহ সারা দেশে এ বিভাগীয় শহর কিংবা মফস্বল সর্বত্রই চলছে এই নির্যাতন। স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বা সদস্য সবার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগ উঠেছে। লোকচক্ষুর অন্তরালে তুলে নিয়ে নির্যাতন থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে মারধরের শিকার হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। কিন্তু দেশে একের পর এক সাংবাদিক হত্যা আর নির্যাতন-নিপীড়নের বিচার নেই। হত্যা ও নির্যাতনের অগুনতি মামলা বছরের পর বছর ঝুলে আছে, বিচারের কোনো অগ্রগতি নেই। বিচার না করায় দেশে এখন সাংবাদিক নির্যাতন নিত্যকার বিষয় হয়ে উঠেছে। যে কোনো স্থানীয় বা জাতীয় দুর্যোগে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। এমন ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করা সত্ত্বেও সাংবাদিকদের জন্য কোনো ধরনের ঝুঁকিভাতা পর্যন্ত নেই। কিন্তু পেশাগত দায়িত্বপালনে প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।

May be an image of 12 people and text that says "সীতাকুগড কামিলম কামিলএম.এ)মাদুরাস ៤) মাদুরাসা ইসলামি আরষি আक বিশ্পবিপ্যালয় অমিজক্ত প্রতিষঠাতা: হহৃযরত মাওলানা ওবায়দুল হক(রঃ) থথক( র্লঃ) 様の入はにさな! 33m গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান নকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলমেে গ্রেপ্তার ও দুষ্টামূলক শ্ান্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কমমূচ্রী ២ আগস্ট ২০২৫ শক্রন্বার বিকাঙ্প 3.00 মটিকা, মিতাকৃন্ড সিকিউর সিটির সামনে আয়োজনে : :বিক্ষদ্ধ সাংবাদিক সমাজ 3 সচেতন নাগরিকগণ"

এসময় উপস্থিত ছিলেন,দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাঃ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, জাতীয় অর্থনীতি প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ- সভাপতি খায়রুল ইসলাম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ, এনটিভি অনলাইন প্রতিনিধি এন এইচ শাওন,দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, জনবানী সাংবাদিক ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি রেওয়াজ উদ্দিন মাসুম, বাংলা টিভি প্রতিনিধি নওশিন আল মাহমুদ, সিএনটিভি প্রতিনিধি রিফাত চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বিভিন্ন নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন, র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্টিত

আপডেটের সময় : ০২:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সীতাকুণ্ডে কর্মরত গনমাধ্যম কর্মী ও সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন, র‍্যালী ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
May be an image of ‎6 people, temple and ‎text that says "‎চেনদধ SINGER た。 চয়টত্মকঠਖধ। .::::،. พววสงมะอเจะ OIADRT اجعه সরসা ভরসাকা 布ッるット ባ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তৃহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলমে প্রেসার ও দৃষ্টামূলক শান্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মমুচ্ী 6 আগস্ট ২০২৫ উফ্রুবার বিকাল 8. ១០ ঘটিকা, সীতাক্তুন্ সিকিউর সিটির সামনে আয়োজন : বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ ও সচেতন नাগि‎"‎‎
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় দিকে সীতাকুণ্ড পৌরসভার কামিল(এম,এম) মাদ্রাসা সামনে স্থানীয় কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
May be an image of 11 people and text that says "ご古時者 গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে ককুপিয়ে ঘটনায় জড়িতদের অবিলমে গ্ন্তার দৃষ্টামুলক শান্তির দাবী মানববন্ধন ও অবস্থান কর্মমধ আগস্ট ২০২৫ তক্রবার বিকাল .00 খটিকা, সীতাক্ুন্ড সিকিউর সিটিয় আয়োজনে : বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক"

এসময় মানববন্ধনে বক্তারা বলেন,গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্য ঘটনায় সাংবাদিক আনোয়ার হোসেনকে বেধড়ক মারা হয়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। দেশে সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান দেখলে আঁতকে উঠতে হয়। কিন্তু সাংবাদিক নির্যাতনের বিচার হয় না। ভয়-ভীতি, হুমকি-ধামকি, মামলা-মোকদ্দমা, মারাত্মক শারীরিক নির্যাতনে জখম থেকে শুরু করে গুম কিংবা খুন নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। চট্টগ্রাম সহ সারা দেশে এ বিভাগীয় শহর কিংবা মফস্বল সর্বত্রই চলছে এই নির্যাতন। স্থানীয় প্রভাবশালী, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বা সদস্য সবার বিরুদ্ধেই বিভিন্ন সময়ে সাংবাদিক নির্যাতনের অভিযোগ উঠেছে। লোকচক্ষুর অন্তরালে তুলে নিয়ে নির্যাতন থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে জনসমক্ষে মারধরের শিকার হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন সাংবাদিকরা। কিন্তু দেশে একের পর এক সাংবাদিক হত্যা আর নির্যাতন-নিপীড়নের বিচার নেই। হত্যা ও নির্যাতনের অগুনতি মামলা বছরের পর বছর ঝুলে আছে, বিচারের কোনো অগ্রগতি নেই। বিচার না করায় দেশে এখন সাংবাদিক নির্যাতন নিত্যকার বিষয় হয়ে উঠেছে। যে কোনো স্থানীয় বা জাতীয় দুর্যোগে সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করেন। এমন ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করা সত্ত্বেও সাংবাদিকদের জন্য কোনো ধরনের ঝুঁকিভাতা পর্যন্ত নেই। কিন্তু পেশাগত দায়িত্বপালনে প্রতিশ্রুতিবদ্ধ সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।

May be an image of 12 people and text that says "সীতাকুগড কামিলম কামিলএম.এ)মাদুরাস ៤) মাদুরাসা ইসলামি আরষি আक বিশ্পবিপ্যালয় অমিজক্ত প্রতিষঠাতা: হহৃযরত মাওলানা ওবায়দুল হক(রঃ) থথক( র্লঃ) 様の入はにさな! 33m গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান নকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অবিলমেে গ্রেপ্তার ও দুষ্টামূলক শ্ান্তির দাবীতে মানববন্ধন ও অবস্থান কমমূচ্রী ២ আগস্ট ২০২৫ শক্রন্বার বিকাঙ্প 3.00 মটিকা, মিতাকৃন্ড সিকিউর সিটির সামনে আয়োজনে : :বিক্ষদ্ধ সাংবাদিক সমাজ 3 সচেতন নাগরিকগণ"

এসময় উপস্থিত ছিলেন,দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাঃ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, জাতীয় অর্থনীতি প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ- সভাপতি খায়রুল ইসলাম, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রেজাউল হোসেন পলাশ, এনটিভি অনলাইন প্রতিনিধি এন এইচ শাওন,দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মাহিন, জনবানী সাংবাদিক ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি রেওয়াজ উদ্দিন মাসুম, বাংলা টিভি প্রতিনিধি নওশিন আল মাহমুদ, সিএনটিভি প্রতিনিধি রিফাত চৌধুরী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বিভিন্ন নেতৃবৃন্দ।

খালেদ / পোস্টকার্ড ;
আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন