রেললাইনের ওপর একটি গাছ ভেঙে পড়ায় সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশন এলাকায় ঢাকা–চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বেশ কিছু সময় বন্ধ থাকে। সোমবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইনের উপর গাছ ভেঙে পড়ে যাওয়ার কারণে চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী ট্রেন ওই স্থানে আটকে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছটি সরিয়ে নেওয়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাটি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফ ছিদ্দিক বলেন, রাত ৯টার দিকে রেললাইনের ওপর আগে থেকে হেলে থাকা একটি গাছ হঠাৎ ভেঙে পড়ে। এতে দুই দিকেই ট্রেন চলাচল ঝুঁকির মুখে পড়ে। ঠিক সেই সময় চট্টগ্রামমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি কুমিরা রেলস্টেশন অতিক্রম করছিল।
আশরাফ ছিদ্দিক আরও বলেন, রেললাইনে গাছ পড়ার খবর পেয়ে কুমিরা রেলস্টেশনের মাস্টার দ্রুত ট্রেনটিকে থামানোর সংকেত দেন। এতে ট্রেনটি সময়মতো থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এসআই আশরাফ ছিদ্দিক জানান, রাত ১০টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় এবং রেলপথে চলাচল স্বাভাবিক হয়।
খালেদ / পোস্টকার্ড ;