রাস্তা পার হতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক চাপায় মো. মজিব (৫১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিব সন্দ্বীপ উপজেলার আমানউল্ল্যা এলাকার মো. নুরুল আহাদের ছেলে।
জানা যায়, রাস্তা পার হচ্ছিলেন মুজিব। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল ফাঁড়িতে দায়িত্বে থাকা এসআই মো. আলাউদ্দিন ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, ট্রাক ও চালক আটক রয়েছে। এ বিষয়ে পরিবহন আইনে মামলা দায়ের করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 
















