Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাস খাদে, সীতাকুণ্ডে নিহত ১

যাত্রীবাহী বাস খাদে, সীতাকুণ্ডে নিহত ১

একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় আইরিন পরিবহন নামে একটি বাস কুমিরা ইলিয়াস পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসে চাপা পড়ে কাদায় নিমজ্জিত হন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী কমবেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তারা নিজ নিজ গন্তব্যে চলে যান।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং শপের মালিক মোহাম্মদ আলীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, বাস উল্টে গিয়ে রাস্তার পাশের এক দোকানিকে ধাক্কা দেয়। এতে তার শরীরের মাথা থেকে অর্ধেক অংশ কাদায় চাপা পড়ে। তবে তার পা ছিল বাইরে। ঘটনার পর হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বাস তুলে সে লোকটিকে উদ্ধার করার অল্প সময়ের মধ্যে তিনি মারা গেছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একজন মানুষ মারা গেছে। আর আহতরা তেমন গুরুতর নন। তারা নিজ গন্তব্যে ফিরে গেছেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

সীতাকুণ্ডে আকাশমনি কাঠ জব্দ

যাত্রীবাহী বাস খাদে, সীতাকুণ্ডে নিহত ১

আপডেটের সময় : ০৯:৪৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় আইরিন পরিবহন নামে একটি বাস কুমিরা ইলিয়াস পেট্টোল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসে চাপা পড়ে কাদায় নিমজ্জিত হন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী কমবেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় তারা নিজ নিজ গন্তব্যে চলে যান।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারআউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং শপের মালিক মোহাম্মদ আলীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও পরে তিনি মারা যান।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বলেন, বাস উল্টে গিয়ে রাস্তার পাশের এক দোকানিকে ধাক্কা দেয়। এতে তার শরীরের মাথা থেকে অর্ধেক অংশ কাদায় চাপা পড়ে। তবে তার পা ছিল বাইরে। ঘটনার পর হাইওয়ে পুলিশের রেকার দিয়ে বাস তুলে সে লোকটিকে উদ্ধার করার অল্প সময়ের মধ্যে তিনি মারা গেছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একজন মানুষ মারা গেছে। আর আহতরা তেমন গুরুতর নন। তারা নিজ গন্তব্যে ফিরে গেছেন।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন