মূল্য তালিকা প্রদর্শন না করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে এক খাদ্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার শুকলালহাট বাজারে এ অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লা আল মামুন।
অভিযানে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্যতালিকা প্রদর্শন না করায় এই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মামলা দায়ের করে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রসিকিউটিং কর্মকর্তা ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শংকর প্রসাদ বিশ্বাস।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লা আল মামুন বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
খালেদ / পোস্টকার্ড ;