বিদ্যুৎস্পৃষ্টে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় মোঃ আলী (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার ( ৬ এপ্রিল ) বিকেল সাড়ে ৫ টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার বাংলা বাজার নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মোঃ আলী ওই এলাকার দীল মোহাম্মদের ছেলে ।
স্থানীয়রা জানান , নিহত আলী এদিন বিকালে রান্না ঘরে কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান।
খালেদ / পোস্টকার্ড ;