বিশ্ববিদ্যালয় হল জ্ঞান আহরণের অফুরন্ত ভাণ্ডার। এখান থেকে শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে হবে তরুণদের। কখনো চ্যালেঞ্জ নিতে ভয় পাওয়া যাবে না। সফল হতে হলে লেগে থাকতে হবে। তাই নিজেকে সফল ও বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসাবে গড়ে উঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দিতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সীতাকুণ্ড ছাত্র সমিতির ইফতার আয়োজন ও সীতাকুণ্ড থেকে ভর্তি হওয়া ২০২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
আজ শুক্রবার (২৮ মার্চ) বিকাল ৫টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২৬ জন নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়। ইফতার শেষে পর্যায়ক্রমে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
সবুজ-নান্দনিক ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড ছাত্র সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন দল ও মতের মানুষ এই সংগঠনে আছে। আমাদের সবার পরিচয় এক। আমরা সীতাকুণ্ডের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই কেউ ছাত্র রাজনীতির বড় পদধারী হয়ে এসব সংগঠনের নেতৃত্বে না আসাই ভালো। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় থাকে।
সীতাকুণ্ড ছাত্র সমিতির সভাপতি সাদমান সাজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিন উদ্দিন সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সদস্য ও অতিরিক্ত সচিব জসিম উদ্দিন মাহমুদ, সমিতির উপদেষ্টা ইকবাল হোসেন, আজম উদ্দিন, দীপক ভৌমিক, আইনুল কামাল, মো. ইকবাল বাহার, ফারুক আহমেদ, এমরান হোসেন রাকিব, মো. ফয়সাল, আমজাদ হোসেন, রায়হান উদ্দিন, শাহীনুর আক্তার, সাফায়েত বিন সায়েম প্রমুখ।
খালেদ / পোস্টকার্ড ;
পোস্টকার্ড ডেস্ক ।। 

















