বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) দুপুরে থেকে ১৫ দফা দাবিতে ক্যাম্প্যাস উত্তাল হলে বিকালে শিক্ষার্থীদের সব দাবি নেয় (আইআইইউসি) কর্তৃপক্ষ।
ক্যাম্প্যাস সূত্রে জানা যায়, এর আগে গত রবিবার থেকে ১৫ দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। আন্দোলনের তৃতীয় দিন মঙ্গলবার আইআইইউসি কর্তৃপক্ষ আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করেন। রোডম্যাপে দাবিগুলো আদায়ে সময় কালক্ষেপন হওয়াতে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন।
তখন শিক্ষার্থীরা তাদের ১৫ দফা দাবি নিয়ে সমঝোতা না হওয়ায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন। এ সময় শিক্ষকেরা প্রশাসনিক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন নিয়ন্ত্রণ করতে গত বুধবার হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ ও আন্দোলন তীব্র হয়ে উঠে ।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গায়েবানা জায়নাজা আদায় করে এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অবশেষে বৃহস্পতিবার কর্তৃপক্ষ ১৫ দফা দাবি মেনে নিলে শিক্ষার্থীদের মাঝে বিজয়ী উল্লাস ছড়িয়ে পড়ে।