Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তবে এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  ২২ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৮), সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় এবং সীতাকুণ্ডে বোনের সহোদরের সঙ্গে একটি ডিপোতে চাকরি করছিল।

আহতরা হলেন- মীর আহমদ (২৮),  মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত ফৌজদারহাট এলাকায় অবস্থিত মোঃ জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করতে গিয়ে হঠাৎ করে এক শ্রমিক পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও দুই শ্রমিক তেলের ডিপোতে পড়ে গিয়ে মারাত্মক দগ্ধ হয়ে আহত হন।

এদিকে কুমিরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ফাড়িঁর এসআই মোঃ আলাউদ্দিন বলেন, আহতদের রাত আনুমানিক ৯টার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা মেডিকেলে ভর্তি করান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন
লেখক তথ্য সম্পর্কে

মোটরসাইকেলের ধাক্কায় সীতাকুণ্ডে মারা গেলেন শিক্ষক

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ ৩

আপডেটের সময় : ০৯:২৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

তেলের ডিপোতে পড়ে সীতাকুণ্ডে ৪ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তবে এদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  ২২ মে (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আরিফ হোসেন (১৮), সে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। আরিফ হোসেন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় পালংখালী উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় এবং সীতাকুণ্ডে বোনের সহোদরের সঙ্গে একটি ডিপোতে চাকরি করছিল।

আহতরা হলেন- মীর আহমদ (২৮),  মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত ফৌজদারহাট এলাকায় অবস্থিত মোঃ জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে কাজ করতে গিয়ে হঠাৎ করে এক শ্রমিক পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করতে গিয়ে এক কর্মকর্তাসহ আরও দুই শ্রমিক তেলের ডিপোতে পড়ে গিয়ে মারাত্মক দগ্ধ হয়ে আহত হন।

এদিকে কুমিরা ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সৈয়দ আব্দুল্লাহ।

এ বিষয়ে হাসপাতালের পুলিশ ফাড়িঁর এসআই মোঃ আলাউদ্দিন বলেন, আহতদের রাত আনুমানিক ৯টার দিকে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার পিপুল চাকমা মেডিকেলে ভর্তি করান।

খালেদ / পোস্টকার্ড ;

আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন